জামজুরিতে অটো উল্টে তিনজন আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ আবারো যান দুর্ঘটনা৷ যান দুর্ঘটনা যেন  পিছু ছাড়ছে না৷ মঙ্গলবার দুপুর প্রায় ২:৩০ মিনিট নাগাদ জামজুরি বাজার থেকে শালগড়া যাওয়ার রাস্তার মাথায় একটি অটো  আচমকা উল্টে যায়৷  উল্টে যাওয়া অটোর মধ্যে তিনজন লোক ছিল এবং রাবারের সিট ছিল৷ সঙ্গে রাস্তা আশেপাশের লোকজন হঠাৎ শব্দ পেয়ে ছুটে আসেন এবং খবর দেওয়া হয় উদয়পুর অগ্ণি নির্বাপক দপ্তরে৷ দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে তাদেরকে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে৷ এরপর  ঘটনাস্থলে ছুটে আসে কাকড়াবন  থানার পুলিশ৷ পুলিশ অটোকে থানায় নিয়ে যায়৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ বেআইনিভাবে অতিরিক্ত পণ্য বহনের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷