ভদোদরায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত, ১৪ জন আহত

ভদোদরা, ১৮ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার গুজরাটের ভাদোদরা শহরের পানিগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন মহিলা ও এক শিশুসহ ছয়জন হত এবং ১৪ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, আজ ভোরে কাপুরাই ব্রিজের কাছে ট্রেলারটিকে ওভারটেক করার সময় একটি প্রাইভেট বাস ট্রেলারের সঙ্গে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাসে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান এবং ১৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাকি দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন শান্তিবেন উকাভাই (৪০), তার মেয়ে সুনিতাবেন (২৫), সন্দীপ (২৭), এরা রাজস্থানের বাঁশওয়াড়ার বাসিন্দা। ২৫ বছর বয়সী এক মহিলা ও তার তিন বছরের একটি ছেলে এবং২৫ বছর বয়সী এক যুবকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ মামলা দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।