নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার কেদারনাথের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন একটি টুইট বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, “কেদারনাথ ধামের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট সহ বেশ কয়েকজন তীর্থযাত্রীর মৃত্যুর কথা শুনে খুব দুঃখ লাগছে। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।”
উপ-রাষ্ট্রপতি ধনখড় টুইট করেছেন, “আজ উত্তরাখণ্ডের কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখিত। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।”
প্রধানমন্ত্রী মোদী এক টুইটে বলেছেন, “উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মাহত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে আমার সমবেদনা।”