ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর।। প্রত্যাশিত জয় পেয়েছে ত্রিপুরা। দুর্বল প্রতিপক্ষ পন্ডিচেরিকে ২৩ রানের ব্যবধানে হারিয়ে সৈয়দ মুস্তাক আলী ক্রিকেটে ত্রিপুরা এবারের আসরে দ্বিতীয় জয় পেয়েছে। আট দলীয় গ্রুপ লীগের আসরে দ্বিতীয় ম্যাচে রজত, সুদীপের ব্যাটিং সৌজন্যে কর্তৃত্বপূর্ণ জয় পেয়েছিল উত্তরপ্রদেশের বিরুদ্ধে। সেটি ছিল এবারের আসরে প্রথম জয়। পঞ্চম ম্যাচের মাথায় আজ, মঙ্গলবার পুনরায় জয়ের স্বাদ পেল ঋদ্ধিমানের নেতৃত্বাধীন ত্রিপুরা। ঋদ্ধিমান আজও ফ্লপ। তিন বল মাঠে থেকে এক রান করে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরা। উইকেটের পেছনেও আজ তেমন সাফল্যের পরিসংখ্যান নেই। কৃতিত্ব সেই রাজ্যের খেলোয়াড় বিক্রম কুমার দাসের সঙ্গে পেশাদার সুদীপ চ্যাটার্জির। জয়পুরে সোয়াই মানসিং স্টেডিয়ামে নৈশালকে টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে পন্ডিচেরি প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ত্রিপুরা দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। রাজ্য দল নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিক্রম কুমার দাসের ৬১ রান এবং সুদীপ চ্যাটার্জির ৪৬ রান উল্লেখযোগ্য। বিক্রম ৫৬ বল খেলে পাঁচটি বাউন্ডারি সহযোগে ৬১ রান পায়। সুদীপ ৪৬ পেয়েছে ৩২ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে। জবাবে ব্যাট করতে নেমে পন্ডিচেরি আট উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করতেই সীমিত কুড়ি ওভার শেষ হয়ে যায়। দলের পক্ষে ভিংকেশের অপরাজিত ৩৪ এবং অঙ্কিত শর্মা ও মোহিত মিট্টন দুজনেই ২৫ করে রান পেয়েছে। রাজ্য দলের বোলার পারভেজ সুলতান কুড়ি রানে তিনটি উইকেট তুলে নিয়ে বেশ সাফল্য পেয়েছে। এছাড়া, মনি শংকর মুড়াসিং পেয়েছে দুটি উইকেট। রানা দত্ত এবং চিরঞ্জিত পাল পেয়েছে একটি করে উইকেট।
2022-10-18

