ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর।। মেয়েদের বিভাগে ত্রিপুরার অর্শিয়া চ্যাম্পিয়ন। ওপেন রেটিং দাবা টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন রুপম মুখার্জি। বাংলার ছেলে ত্রিপুরায় এসে দ্বিতীয়বারের মতো আয়োজিত মা মানিক মেমোরিয়াল ফিডে রেটেড ওপেন চেস টুর্নামেন্টে বাংলার-ই অভিষেক সরকার পেয়েছে রানার্স খেতাব। সামগ্রিকভাবে ওপেন টুর্নামেন্টের নিরিখে ত্রিপুরার অর্শিয়া দাস তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি মেয়েদের বিভাগে শ্রেষ্ঠ স্থানটিও দখল করে নিয়েছে। দশ রাউন্ডের খেলায় রুপম, অভিষেক যথাক্রমে সাড়ে 9 ও 8 পয়েন্ট পেয়েছে। অর্শিয়া পেয়েছে সাড়ে সাত পয়েন্ট। সমসংখ্যক পয়েন্ট সংগ্রহকারী আরও চারজন পশ্চিমবঙ্গের শঙ্খদীপ মাইতি, বৃষ্টি মুখার্জি, কর্নাটকের সাখাওয়াত হোসেন এবং পশ্চিমবঙ্গের অনিকেত নারায়ণ বিশ্বাস যথাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থান পেয়েছে। সাত করে পয়েন্ট পেয়ে পশ্চিমবঙ্গের সমব্রত ব্যানার্জি অষ্টম, ত্রিপুরার দিগন্ত রায় নবম এবং বাপু দেববর্মা দশম স্থান পেয়েছে। উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো আয়োজিত এবারকার প্রতিযোগিতায় সারা দেশ থেকে ১৭৩ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। ১৩ অক্টোবর থেকে এনএসআরসিসি-র ইনডোর হল-এ আয়োজিত এই প্রতিযোগিতায় চীফ আরবিটারের ভূমিকায় ছিলেন আন্তর্জাতিক আরবিটার প্রদীপ কুমার রায় এবং ডেপুটি চীফ আরবিটার ছিলেন ফিডে আরবিটার অনুপম ভট্টাচার্য। মঙ্গলবার প্রতিযোগিতা শেষে বেলা দুইটায় এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের অর্থ পুরস্কার ও সুদৃশ্য ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা। ছয় দিন ব্যাপী টুর্নামেন্ট সাফল্যমন্ডিতভাবে শেষ হওয়ায় উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।
2022-10-18