ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর।। ত্রিপুরার জুডোকা-রা দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হলো।খেলো ইন্ডিয়া ন্যাশনাল মহিলা লীগ/ রেংকিং জুডো টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে নয়া দিল্লিতে আই.জি স্টেডিয়ামে। সেখানে ২০ থেকে ২৩ অক্টোবর সব জুনিয়র, ক্যাডেট, জুনিয়র এবং সিনিয়র বিভাগের মহিলা গ্রুপের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ত্রিপুরা থেকে সাতজন জুডোকা নিয়ে গড়া দল আজ, মঙ্গলবার রেলপথে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। জুডো ফেডারেশন অফ ইন্ডিয়া কতৃক বাছাইকৃত রাজ্যের জুডোকারা হলো: সাব জুনিয়র অনূর্ধ্ব ২৮ কেজি বিভাগে প্রিয়াঙ্কা দাস, সব জুনিয়র অনূর্ধ্ব ৩২ কেজি বিভাগে ইন্দ্রানী দাস, সাব জুনিয়র অনূর্ধ্ব ৩৬ কেজি বিভাগে তানিয়া দাস, সাব জুনিয়র অনূর্ধ্ব ৪০ কেজি বিভাগে আকাংশা ঘোষ, সাব জুনিয়র অনূর্ধ্ব ৫৭ কেজি বিভাগে সায়ন্তী দাস। ক্যাডেট গ্রুপে অনূর্ধ্ব ৪০ কেজি বিভাগে উমা বেগম, ক্যাডেট অনূর্ধ্ব ৪৮ কেজি বিভাগে সুহেতা দাস। কোচ হিসেবে রাজ্য দলের সঙ্গে রয়েছেন শোভা দেব। উল্লেখ্য, ৬ জন জুডোকা-ই রয়েছে বিবেকানন্দ জুডো সেন্টারের প্রশিক্ষনার্থী। রাজ্য দলের জুডোকা-রা জাতীয় আসরে সাফল্য পাবে বলে সংশ্লিষ্ট ক্রীড়া মহলের প্রত্যাশা।
2022-10-18