দুর্গাপুর, ১৮ অক্টোবর (হি.স.) : বন্ধ ঘরে গৃহবধুর পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দুর্গাপুর কোকওভেন থানার রাতুড়িয়া এলাকায়।
একটি তালা বন্ধ ঘর থেকে এক মহিলার পচা গলা মৃতদে উদ্ধার হয় মঙ্গলবার সন্ধ্যায়। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতার নাম উমা খাতুন( ৩০)। পরিবার সুত্রে জানা গেছে, উমা খাতুনের ১৫ বছর আগে বিয়ে হয় রফিক আলম এর সঙ্গে। রফিক আলাম বিহারের বাসিন্দা। কর্মসূত্রে দুর্গাপুর শিল্প-তালুকে এসেছিল সে। এবং প্রণয়ের সম্পর্কে তাদের বিয়ে হয়। বর্তমানে তাদের একটি পুত্র সন্তান ও কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি লেগেই ছিল বলে দাবি মৃতার বাপের বাড়ির লোকজনের। মৃতার বাপের বাড়ির লোকজন এই ঘটনায় একাধিকবার সরব হয়ে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু এর পরে মৃতা উমা খাতুনের সঙ্গে তার বাপের বাড়ির লোকজনের মেলামেশা বন্ধ করে দেয় রফিক আলম। দীর্ঘদিন পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ ছিল না উমা খাতুনের। তারা রাতুড়িয়া এলাকার একটি বাড়িতে থাকতেন। গত শনিবার তাদেরকে এলাকাবাসী শেষবারের মতো দেখেন। তারপরই বাড়ির তালা বন্ধ অবস্থায় ছিল। বাড়িতে কেউ ছিলেন না বলে জানান এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় ওই ঘর থেকে পচা গলা দুর্গন্ধ পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে ভিতরে ঢোকে। ঘরের ভেতরে উমা দেবীর পচা গলা মৃতদেহ পড়েছিল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। যদিও মৃতার স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবারের লোকজন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

