ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর।। মঙ্গলবার সকালে বাঁধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলে আজাদী কা অমৃত মহোৎসবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তিন কিলোমিটার ফিট ইন্ডিয়া ফ্রিডম রান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল উদ্যেশ্য, ৭৫ বছর উর্ধ ব্যক্তিরাও যাতে শারীরিক ও মানসিকভাবে সম্পুর্ন সুস্থ থাকে। স্পোর্টস স্কুলের ছাত্র-ছাত্রীসহ আকাডেমীক ও কোচিং বিভাগের সকল শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন গেইমের প্রশিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেয়। উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষিকা বীনা মগ সহ অন্যান্যরা। স্কুল প্রাঙ্গন থেকে যাত্রা শুরু করে বাধারঘাট এলাকার ৩ কিমি. পথ পরিক্রমা করে। পদযাত্রা শেষে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানান। ফিট ইন্ডিয়া ফ্রিডম রান অনুষ্ঠানের আহ্বায়ক শুভেনজিৎ সিনহা এখবর জানিয়েছেন।
2022-10-18