কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) : হিন্দুদের অনিশ্চয়তা নিয়ে স্বামী প্রণবানন্দের উক্তি-সহ টুইট করলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।
সোমবার তিনি টুইটারে লিখেছেন, “১৯৭১ সালে পাকি সেনা কর্তৃক হিন্দু ও অন্যান্য বাঙালিদের গণহত্যা প্রকাশের নিরলস কাজ অবশেষে ফল পেতে শুরু করেছে। প্রতিনিধি স্টিভ চ্যাবট এবং রো খান্না ইউএস হাউসে একটি প্রস্তাব পেশ করেছেন। নেহেরু যে নৃশংসতা লুকানোর চেষ্টা করেছিলেন, আমরা তাও প্রকাশ করব।”
এই সঙ্গে তিনি যুক্ত করেছেন, ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দর উক্তি— “আজ হিন্দুর বড় দুর্দশা— কেননা তার নিজের ধর্মের উপর, নিজের উপর, আস্থা হারিয়েছে। বড় বড় প্রতিভাবান নেতা বিদ্যায় বুদ্ধিতে শ্ৰেষ্ঠ হয়েও ধর্মের প্রতি উদাসীন। নিজের ধর্ম ও সমাজের উপর তার কোনো মমত্ববোধ নেই”।