হোজাই, (অসম), ১৭ অক্টোবর (হি.স.) : হোজাইয়ে বিষাক্ত মাশরুম খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন একই পরিবারে সাত সদস্য। অসুস্থদের যথাক্রমে বিশ্বজিৎ মজুমদার (৩০), ঝরনা মজুমদার (৫২), সুজন মজুমদার (২৬), সুমিত্রা দাস (২২), মামণি মজুমদার (২০), লক্ষ্মী মজুমদার (৭০), পায়েল মজুমদার (১৮)।
ঘটনাটি ঘটেছে হোজাই জেলান্তর্গত লংকার জয়সাগর এলাকার জনৈক রবীন্দ্র মজুমদারের পরিবারে। বুনো মাশরুম খেয়ে অসুস্থ সাত সদস্যকে রবিবার রাতে জেলা সদরে অবস্থিত হাম হাসপাতালে এনে ভরতি করা হয়েছে। জানা গেছে, অসুস্থদের মধ্যে পায়েল মজুমদার ও লক্ষ্মী মজুমদার দুজনেই রবীন্দ্র মজুমদারের বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন। দুই অতিথি কারবি আংলং জেলার বাসিন্দা বলে জানা গেছে।
১৫ অক্টোবর অতিথি সহ পরিবারের সদস্যরা রাতের খাবার সেরে ঘুমাতে যান। কিন্তু পরে তারা বমি করতে শুরু করেন, কেউ কেউ সংজ্ঞা হারিয়েও ফেলেন।