কংগ্রেসের নতুন সভাপতি খাড়গে নাকি থারুর, বুধবার ভোট গণনা

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.) : কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচনের জন্য সোমবার সারাদেশ থেকে ৯ হাজারের বেশি প্রতিনিধি ভোট দেবেন। বুধবার ভোট গণনা হবে। মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুরের মধ্যে ভোটারদের বেছে নিতে হবে। নির্বাচনী প্রচারের সময় শশী থারুর নির্বাচনে সমান সুযোগ না দেওয়া নিয়ে বহুবার অভিযোগ করেছেন।

ভোট গণনার পর প্রায় আড়াই দশক পর গান্ধী পরিবারের বাইরে সভাপতি পাবে কংগ্রেস। নির্বাচনের জন্য, দিল্লিতে দলের সদর দফতর সহ সারা দেশে ৬৫টিরও বেশি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ২০১৯ লোকসভা নির্বাচনে দলের পরাজয়ের পরে রাহুল গান্ধীর পদত্যাগের কারণে সভাপতির পদটি শূন্য। ঝাড়খণ্ডের বিধায়ক কে এন ত্রিপাঠি তার মনোনয়নপত্র পূরণ করে প্রতিযোগিতাটিকে ত্রিভুজাকার করার চেষ্টা করেছিলেন, কিন্তু যাচাই-বাছাইয়ের পরে তার মনোনয়ন প্রত্যাখ্যান করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *