নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ কৃষি কাজে তেমন একটা লাভ নেই৷ এই বলে বর্তমান প্রজন্ম যেখানে কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেখানে কৃষি কাজ করে লাভবান হল চুরাইবাড়ির এক কৃষক৷ কৃষিকাজে লাভ নেই, এই কথাটি মানতে নারাজ সরসপুরের নকুল নাথ৷ পেশায় তিনি একজন এডভোকেট ক্লার্ক৷ ছুটির দিন সহ বাকি দিনগুলিতে অফিস থেকে বাড়িতে ফিরে নিজের কৃষি জমিতে কৃষি কাজ করে বেশ লাভবান তিনি৷ নিজস্ব জমিতে পানি লাউ ক্ষেত করে ভালো মুনাফা অর্জন করেছেন নকুল নাথ৷ কদমতলা সহ স্থানীয় বাজার গুলিতে তার প্রতিটি পানি লাউ ৫০ থেকে ৬০ টাকা করে বিক্রি হচ্ছে৷ নকুল নাথ জানান তিনি কৃষক পরিবারের সন্তান৷ কৃষি ওনার নেশা৷ এই বছর তিনি পানি লাউ-র ক্ষেত করেছেন৷ ভালো ফলন হয়েছে৷ বাজারে এই লাউর ভালো চাহিদা রয়েছে৷ তিনি আরও জানান বর্তমানে কৃষি কাজ করে লাভ করা যায়৷ অন্য কাজের পাশাপাশি কৃষি কাজ করা যায়৷ এতে নিজের চাহিদা যেমন পূরণ হবে তেমনি আর্থ উপার্জন করা সম্ভব৷
2022-10-17