ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। সহজ জয় পেলো মনুঘাট বি এম এস দল। ৩-০ গোলে পরাজিত করলো বটতলা প্লে সেন্টারকে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। রবিবার ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলেন মনুঘাট বি এম এস দলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিলো অনেকটা এগিয়ে। প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে যায় ৩-০ গোলে । শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রেখেই জয় পায় মনুঘাট বি এম এস দল। মনুঘাট বি এম এস দলের পক্ষে প্রণব সরকার, সুরজিৎ সূত্রধর এবং প্রকাশ দাস গোল করেন। ম্যাচটি পরিচালনা করেন চরণ মাদ্রাজি। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।
2022-10-16