নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য খোয়াই জেলা সফর করলেন! সফরকালে তিনি তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এবং খোয়াইয়ের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করে সাংগঠনকে সঠিক পথে পরিচালিত করতে দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করেন৷ বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম খোয়াই জেলা সফরে আসলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য৷ রাজ্য সভাপতির দায়িত্বভার গ্রহণ করার পর থেকে ২০২৩ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন জেলা থেকে মহকুমা চষে বেড়াচ্ছেন তিনি৷ লক্ষ্য একটাই ২০২৩ বিধানসভা নির্বাচনে ক্ষমতার মসনদ দখল করা৷ এরই অঙ্গ হিসাবে রবিবার খোয়াই জলা সফরে এলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য৷ ধলাই জেলা সফর শেষে এদিন খোয়াই জেলার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাটস্থিত মন্ডল কার্যালয়ে আসেন৷ সেখানে উনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়, কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি খোয়াই জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরী, ত্রিপুরা রাজ্য ক্রীড়া পর্ষদের সভাপতি অমিত রক্ষিত সহ খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা সহ এক ঝাঁক বিজেপি নেতা-নেত্রীরা৷
এদিন তিনি প্রথমে চাকমাঘাটস্থিত এক কার্যকর্তার বাড়িতে আহার গ্রহণ করে আসেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কার্যালয়ে৷ সেখানে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন৷
পরবর্তীতে সেখান থেকে প্রায় ছয় শতাধিক বাইক মিছিল করে রাজ্য সভাপতিকে নিয়ে যাওয়া হয় সংসৃকতির শহর খোয়াইতে৷ সেখানে একগুচ্ছ দলীয় কর্মসূচি সম্পাদনা করেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য৷ কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ে বসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য বলেন, প্রদেশ সভাপতি হবার পর এই প্রথম আমার খোয়াই জেলা সফর৷ তাছাড়া তিনি বলেন, ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে দেবতুল্য কার্যকর্তাদের পাশে নিয়ে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যেই মূলত এদিনের এই সফর৷
2022-10-16