ভোলাগিরি এলাকায় ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷  গোপন খবরের ভিত্তিতে শনিবার ভোলাগিরি এলাকায় অভি চৌধুরীর বাড়িতে তল্লাশি চালায় এন সি সি থানার পুলিশ৷ তার বাড়ি থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার সহ ৫৫০ টি কৌটা৷ আটক করা নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা৷ এসডিপিও পারমিতা পান্ডে জানান  ব্রাউন সুগারের সঙ্গে নগদ ২০ হাজার টাকা উদ্ধার হয়৷ পুলিশ জানতে পারে দীর্ঘ দিন ধরে সে এই কারবারের সঙ্গে যুক্ত ছিল৷ নিজেও এই নেশা সেবন করত অভি চৌধুরী৷ এই চক্রে অন্যরা জড়িত রয়েছে বলে পুলিশের অনুমান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *