আজ থেকে মধ্যপ্রদেশে হিন্দিতে চিকিৎসা বিজ্ঞানের পড়াশুনা শুরু হবেউদ্ধোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ

ভোপাল, ১৬ অক্টোবর (হি.স.) : আজ থেকে দেশে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার নতুন অধ্যায় শুরু হচ্ছে। মধ্যপ্রদেশ দেশের প্রথম রাজ্য হতে চলেছে যেখানে এখন হিন্দিতেও চিকিৎসা শাস্ত্র পড়াশোনা করা যাবে। রাজ্য সরকারের করা এই নতুন অধ্যায়ের উদ্ধোধন এবং আজ ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে দুপুর ১২টায় চিকিৎসা শাস্ত্রের হিন্দি বই প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

জনসংযোগ আধিকারিক দুর্গেশ রাইকওয়ার জানিয়েছেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চিকিৎসা শিক্ষামন্ত্রী বিশ্বস কৈলাশ সারং। ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ‘হিন্দিতে জ্ঞানের প্রকাশ’ অনুষ্ঠানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী ছাড়াও চিকিৎসা ও হিন্দি ক্ষেত্রের বিশেষজ্ঞরা অংশ নেবেন।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, এটি দেশ ও রাজ্যের জন্য গর্বের বিষয় যে আজাদীর অমৃত মহোৎসবের সময় হিন্দি মাধ্যমে শিক্ষিত শিক্ষার্থীদের জন্য হিন্দিতে চিকিৎসা শিক্ষার একটি অসম্ভব এবং অকল্পনীয় কাজ শুরু করা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা অনুযায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশে হিন্দিতে মেডিকেল কোর্স তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মপরিকল্পনা তৈরি করে দ্রুত গতিতে কাজ করা হয়েছে। চিকিৎসা শিক্ষামন্ত্রী বিশ্ব কৈলাশ সারং-এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিষয় নির্ধারণ ও যাচাই-বাছাই কাজের জন্য কমিটি গঠন করা হয়। হিন্দিতে সিলেবাস প্রণয়ন এবং এর যাচাইকরণ কাজের জন্য মেডিক্যাল কলেজ, ভোপালে হিন্দি সেল ওয়ার রুম প্রস্তুত করা হয়েছিল। মেডিকেল ছাত্র এবং অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ পাঠ্যক্রম প্রণয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *