বাজারিছড়া (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি (অসম) ওয়াচপোস্ট পুলিশের নাকাচেকিঙে গাঁজা-বোঝাই ১৮ চাকার লরি থেকে প্রায় ২.৪০ কোটি টাকার নিষিদ্ধ গাঁজা সহ ধরা পড়েছে দুজন। ধৃতদের লরিচালক পঞ্জাবের ফরিদকোট জেলার কোর্ট কাপুরার বাসিন্দা জনৈক জশপাল সিঙের ছেলে পরবিন্দর সিং (২৭) এবং অপরজন গাঁজা-মালিকের প্রতিনিধি ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনমুড়া থানাধীন করালিয়ামুড়ার হাবিব মিয়াঁর ছেলে জুয়েল হুসেন (২৮)। এদিকে বিপুল পরিমাণের গাঁজা সহ দুজনকে গ্রেফতার করায় বাজারিছড়ার চুহড়াইবাড়ি পুলিশের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এক টুইটবার্তায় পুলিশকে সাধুবাদ জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যরমন্ত্রী।
তবে এক সূত্রের দাবি, ওই লরির সঙ্গে আরেকটি গাঁজা-বোঝাই কনটেইনারও ছিল। কিন্তু রহস্যজনকভাবে ওই কনটেইনার পুলিশের ফাঁক গলিয়ে বেরিয়ে গেছে।
জানা গেছে, শনিবার গভীর রাতে ত্রিপুরা সীমান্ত টপকে দুটি লরি বাজারিছড়ার চুড়াইবাড়ি আন্তঃরাজ্য গেটে আসে। তখন গাড়িগুলোতে যথারীতি তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ। তখন একটি বিশেষ মহলের হস্তক্ষেপে বিশেষ একটি গাঁজা-বোঝাই কন্টেইনার নাকি পার হয়ে গেছে। তবে ধরা পড়ে অপর গাঁজা-বোঝাই লরি।
গভীর রাতে কন্টেইনার গাড়ি সহ অপর রবারের নির্যাস বোঝাই পিবি ০৪ এন ৮২৮১ নম্বরের ১৮ চাকার ট্রেইলার লরিটি ত্রিপুরার আগরতলা থেকে অসম হয়ে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল। ওই লরি চুড়াইবাড়ি গেটে পৌঁছলে শুধু রবার-বোঝাই লরিতে তল্লাশি চালিয়ে ৭২টি রবারের নির্যাস ভরতি ড্রাম থেকে মোট দুই টন চার কুইন্টাল গাঁজা উদ্ধার হয়। গাঁজাগুলির আনুমানিক বাজারমুল্য দু কোটি ৪০ লক্ষ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ লরিটি নিজেদের হেফাজতে নিয়ে ধৃতদের বাজারিছড়া থানায় সমঝে দিয়েছে। ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার দিবাকর গগৈ জানান, নিষিদ্ধ গাঁজা পাচারের অভিযোগে তাঁরা এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করেছেন। পলাতক কনটেইনার সম্পর্কে তাঁর কাছে জানতে চাইলে, এ ব্যাপারে পুলিশের কাছে কোনও তথ্য নেই বলে দাবি করেন পুলিশ অফিসার।