ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। দুর্দান্ত ম্যাচ। গোলরক্ষক সমর জমাতিয়ার হাত ধরে। তাতে জয় পেলো সুরগ্রাম। টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে ৫-১ গোলে পরাজিত করলো কাইন্তা দলকে। কিল্লায় অনুষ্ঠিত নাইন-এ-সাইড ফুটবল প্রতিযোগিতায়। ডিমাকোচি স্টেডিয়ামে রবিবার ম্যাচের শুরু থেকে দুদলের ফুটবলাররা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। প্রথমার্ধ গোল শূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধের শেষ সময়ে দুই দলের ফুটবলাররা একটি করে গোল করেন। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা না হওয়ায় শুরু হয় টাইব্রেকার। পেনাল্টি শুট আউটে ৫-১ গোলে জয় পায় সুরগ্রাম। খেলা পরিচালনা করেন রেফারি কৃষ্ণ উদয় জমাতিয়া।
2022-10-16