ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। মনোজ্ঞ এক অনুষ্ঠানে রাজ্যের জিমন্যাস্টিক্স জগতের পুরোধা ব্যক্তিত্ব দলীপ সিংয়ের ৩৫ তম মৃত্যু দিবস পালন করা হয়েছে। শহরেই জিমন্যাস্টিকস এর প্রাক্তন ছাত্রী শারীর শিক্ষিকা নিয়তি দেবনাথের বাড়িতে আজ, রবিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে উনাকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্যের প্রথম অর্জুন তথা ওনার কৃতি ছাত্র মন্টু দেবনাথ, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, প্রাক্তন ক্রীড়াবিদ্ ও ক্রীড়া শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বিজন সাহা, ড. কান্তা দেব, ওনার সুকন্যা সারদা সিং প্রমুখ উপস্থিত ছিলেন। দলীপ সিং-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ওনার সম্পর্কে আলোচনায় প্রত্যেকেই অংশ নেন। আলোচনা প্রসঙ্গে অনেকেই রাজ্যে জিমন্যাস্টিক্সের প্রাণ প্রতিষ্ঠাতা হিসেবে দলীপ সিং-এর নামে কোনও একটি স্টেডিয়ামের নামাকরণ করার অনুরোধ জানান।
2022-10-16