ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। পিছিয়ে গেলো ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল। সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিলো আসর। উদ্বোধনী ম্যাচে ত্রিপুরা পুলিসের মুখোমুখি হবে ত্রিবেণী সঙ্ঘের। অরুন্ধতীনগর পুলিস মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিলো। কিন্তু শেষ সময়ে মাঠ সমস্যায় আসর পিছিয়ে দিতে বাধ্য হলো রাজ্য ফুটবল সংস্থা। নতুন সূচী অনুযায়ি ২৬ অক্টোবর থেকে শুরু হবে আসর। খেলা হবে উদয়পুরের চন্দ্রপুর মাঠে। উমাকান্ত মিনি স্টেডিয়াম যতদিন না পাওয়া যায় ততদিন উদয়পুরে হবে আসর। আর মাঠ সমস্যায় এখন বেশী অসুবিধের সম্মুখিন হতে হলো রাজ্য ফুটবল সংস্থা এবং ক্লাবগুলোকে। উদয়পুরের চন্দ্রপুরে আসা যাওয়ার খরচ বেড়ে গেলো ক্লাবগুলোর। ফলে আর্থিক দিক দিয়ে আখেরে ক্ষতি হলেও সুবিধে হলো ফুটবলারদের। কারন আসরের শুরু থেকেই অ্যাস্টোটার্ফে খেলার সুযোগ পাবে ফুটবলাররা।
2022-10-16