দুই বাইখের সংঘর্ষে গুরুতর আহত এক যুবক

নজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷  কলসিমুড়া কাঁঠালতলী চৌমুহনীতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক  গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত যুবককে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷  ঘটনার বিবরণে জানা যায় ,শনিবার দুপুর ১ টা নাগাদ  কলসিমুড়া কাঁঠালতলী চৌমুহনীতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে গুরুতরভাবে আহত হয় শাকিল মিয়া নামে এক যুবক৷ তার বাড়ি নজরপুর এলাকায়৷ জানা যায় বক্সনগর দক্ষিণপাড়া এলাকার রমিজ নামে এক ব্যক্তি  তার নতুন বাড়ি থেকে কাজ সেরে টি আর ০১এ -পি -৫০৯৫নাম্বারের একটি  বাইকে করে জামাল মিয়াকে সাথে নিয়ে যাচ্ছিল৷  কলসিমুড়া কাঁঠালতলী এলাকা হয়ে বাড়ি যাওয়ার পথে চৌমুনিতে আসতেই বক্সনগর থেকে বেপরোয়া ভাবে দ্রুত বেগে  আআসা একটি টি- আর-০৭-এফ ৭২৫৬নাম্বারের পালসার বাইক রমিজের বাইকে ধাক্কা মেরে রাস্তার ওপারে ছিটকে ফেলে দেয়৷ সংঘর্ষের  বিকট শব্দে ঘটনাস্থলে এলাকার লোকজন ছুটে আসে৷ দুটি বাইকে থাকা আহতদের তড়িঘড়ি এলাকার লোকজন বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসক গুরুতরভাবে আহত শাকিল মিয়াকে জিবি হাসপাতালের রেফার করে দেন৷জানা যায় শাকিল মিয়া নেশাগ্রস্থ অবস্থায় ছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *