বান্দিপোরা, ১৫ অক্টোবর (হি.স.) : উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার আস্তাংগু এলাকায়, নিরাপত্তা বাহিনী একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে বড়সড় সন্ত্রাসবাদী ষড়যন্ত্র নস্যাৎ করেছে। আইইডি পাওয়ার পর ওই এলাকায় যানবাহন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
জানা গিয়েছে, শনিবার সকালে আস্তাংগু এলাকায় বান্দিপোরা-সোপোর সড়কে টহল দেওয়ার সময়, নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল ১৬ কেজি ওজনের একটি আইইডি লাগানো দুটি গ্যাস সিলিন্ডার দেখতে পায়। আইইডি দেখে নিরাপত্তা বাহিনী বোমা ডিসপোজাল স্কোয়াডকে ঘটনাস্থলে ডাকা হয়। বোমা ডিসপোজাল স্কোয়াড তথ্য পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায়। আইইডি পাওয়ার পর ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।