গুরুগ্রাম ১৫ অক্টোবর (হি. স.) : হরিয়ানার গুরুগ্রামে অটো পার্টস তৈরির কারখানায় ভয়াবহ আগুন। শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে। আগুনে ভস্মীভূত হয়ে গেছে অটো পার্টস কারখানাটি।
জানা গিয়েছে, শনিবার ভোর রাতে গুরুগ্রামের একটি অটো পার্টস তৈরির কারখানায় ভয়ংকর আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে দমকল বাহিনী। আগুনের সাথে সাথে বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। কিভাবে এই আগুন লাগল, তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই আগুনে হতাহতের খবর মেলেনি এখনও। কিন্তু এই ভয়ংকর অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এই ভয়ংকর অগ্নিকাণ্ডে অটো পার্টস কারখানাটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কিভাবে আগুন লাগল পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।