নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ ডিপ্রাইভ রিটার্নিং মুভমেন্ট কমিটির নাম দিয়ে সাংবাদিক সম্মেলন করে আন্দোলন কর্মসূচীর ঘোষণা৷ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে ফের একবার ডিপ্রাইভ রিটার্নিং মুভমেন্ট কমিটির সাধারন সম্পাদক অমৃত রিয়াং সাংবাদিক সম্মেলন করে জাতীয় সড়ক অবরোধের হুমকী দেন৷ তিনি জানান ৯ দফা দাবীতে দীর্ঘ দিন যাবত তাদের আন্দোলন কর্মসূচী চলছে৷ কিন্তু এই দাবী পুরণে এখনো কোন সুরাহা হয়নি৷ তাই আগামী ৩০ অক্টোবরের মধ্যে দাবি গুলির সমাধান না হলে আগামী ৫ নভেম্বর থেকে চম্পকনগর চন্দ্র সাধুপাড়ায় অনির্দিষ্ট কালের জন্য জাতীয় সড়ক অবরোধ করবেন তারা৷
2022-10-14