দেশে দৈনিক করোনা সংক্রমণ ফের আড়াই হাজারের বেশি

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.) : স্বস্তি কাটিয়ে পরপর তিনদিনই দেশে আড়াই হাজারের বেশি দৈনিক করোনা সংক্রমণ। বাড়ছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। শুক্রবার দেশের কোভিড বুলেটিনে নজর রাখলেই বৃহস্পতিবারের তথ্য-পরিসংখ্যানের সঙ্গে তফাৎ চোখে পড়বে।

শুক্রবার দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৭৮ জন। যা বৃহস্পতিবার ছিল প্রায় ২৮০০। এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৫,৫৮৩, যা আগের দিন আরও খানিকটা কম ছিল। আর এই ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস চিন্তায় রাখছে স্বাস্থ্যমহলকে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৫৯৪ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। বৃহস্পতিবারও এই হার ছিল একই। দেশের মোট অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা মোট আক্রান্তের ০.০৬ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ১.১৩ শতাংশ, সাপ্তাহিক হিসেবে এই হার ১.০৭ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ লক্ষ ৯৪ হাজার ডোজ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সবমিলিয়ে ২১৯ কোটি ২১ লক্ষের বেশি টিকার ডোজ পেয়েছেন দেশবাসী। চলছে বুস্টার ও প্রিকশন ডোজদানের পালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *