গুরুদাসপুর, ১৪ অক্টোবর (হি.স.) : শুক্রবার ভোরে পঞ্জাবের গুরুদাসপুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানের দিক থেকে ভারতে প্রবেশ করা একটি ড্রোনকে গুলি করে নামল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ঘটনাটি ঘটেছে এদিন ভোর ৪.৩৫ টায়। পুরো এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। শুক্রবার বিএসএফের কর্তারা একথা জানিয়েছেন।গুরুদাসপুরের বিএসএফ ডিআইজি প্রভাকর জোশী জানিয়েছেন, “বিএসএফের সাহসী জওয়ানরা পাকিস্তানের দিক থেকে একটি ড্রোন আসার শব্দ শুনতে পান। এটি ভারতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জওয়ানরা এটিকে লক্ষ্য করে ১৭ রাউন্ড গুলি ছুড়েছে। ড্রোনটির একটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো এলাকা তল্লাশি করা হচ্ছে। ড্রোনটি বিশ্লেষণ করা হবে।”হিন্দুস্থান সমাচার /সঞ্জয়
2022-10-14