আন্তঃ অফিস ফুটবল ফাইনালে শনিবার কৃষি ও পূর্ত দপ্তরের লড়াই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর।। কৃষি দপ্তর বনাম পূর্ত দপ্তরের ফুটবল ম্যাচ। আন্তঃ অফিস ফুটবল টুর্নামেন্টের খেতাবি লড়াই। একসময় আন্তঃ অফিস ফুটবল টুর্নামেন্ট মানে মাঠ কাঁপানো লড়াই ছিল। বর্তমানে অনেকের কাছেই সেটা নস্টালজিক মনে হতে পারে। তবুও হাতেগোনা চার-পাঁচটি দপ্তর নাইন-এ-সাইড খেলেও আন্তঃ অফিস ফুটবলের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন বলে, পরবর্তী প্রজন্মের সাপেক্ষে সংগঠক ও খেলোয়াড়রা সত্যিই ধন্যবাদার্হ। আগামীকাল বিকেল তিনটায় নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে আন্তঃ অফিস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কৃষি দপ্তর ও পূর্ত দপ্তর পরস্পরের মুখোমুখি হচ্ছে। পাঁচদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। আজ শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে পূর্ত দপ্তর রিক্রিয়েশন ক্লাব ৮-২ গোলের ব্যবধানে সেক্রেটারিয়েট রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে। বিজয়ী দলের পক্ষে সন্তোষ কলই-এর হ্যাটট্রিক, বাবুল দেববর্মার জোড়া গোল বেশ উল্লেখযোগ্য। এছাড়া, শ্রীকান্ত দেববর্মা ও জহর দেববর্মা একটি করে গোল করেন। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২-১ গোলে এগিয়ে ছিল। বিজিত সেক্রেটারিয়েট রিক্রিয়েশন ক্লাবের পক্ষে রুপম মিয়া ও পার্থ রিয়াং দুই অর্ধে দুটি গোল করেন। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে কৃষি দপ্তর ৮-০ গোলের বিশাল ব্যবধানে শ্রম দপ্তর রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *