নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ দক্ষিণ চেলাগং এডিসি ভিলেজের লেলিন পাড়ার রাবার চাষির রাবার বাগান কেটে ধবংস করে দিল দুর্বৃত্তরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ করবুক মহাকুমার অন্তর্গত করবুক ব্লক অধীনে দক্ষিণ চেলাগং এডিসি ভিলেজের লেলিন পাড়ার বাসিন্দা পরিতোষ সাহার গতকাল রাত্রে রাবার বাগান কেটে দেওয়া ধবংস করে দিয়েছে দুষ্কৃতীকারীরা৷ একটি রাবার গাছও ঠিক নেই৷ গাছগুলোর চামড়া তুলে দেওয়া হয়৷ বড় রাবার গাছগুলো কেটে দেওয়া হয়৷ বাড়ি থেকে বাগানের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার৷ এই বাগানে রাবার গাছ ছিল ৭০০ থেকে বেশি৷ রাবার বাগানে খরচ হয় প্রায় ৭ লাখ টাকার উপরে৷ পরিতোষ সাহা তার জীবনের পুজি নিয়ে এই রাবার বাগানটি করেন স্বাবলম্বী হওয়ার জন্য৷ কিন্তু কে বা কারা এই বাগানটি তছনছ করে দেয়৷ এখানে প্রায় জায়গা ছিল ৯ কনির উপরে ৷
2022-10-13