ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা গ্রাফ, বাড়ল মৃত্যুও

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি. স.) : উৎসবের মরশুমে ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা গ্রাফ। বৃহস্পতিবার ২ হাজারের গণ্ডি ছাড়িয়েছে দৈনিক কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যা। করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুও হয়েছে ১২ জনের।

দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভের সংখ্যা ২,৭৮৬। যা বুধবার ছিল দু’হাজারের সামান্য বেশি। একদিনে সুস্থ হয়েছেন ২,৫৫৭ জন। করোনা মুক্তের সংখ্যাও বুধবার চেয়ে বেশকিছুটা কম। দেশে মোট করোনাজয়ীর সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৪০ লক্ষ ৬৫ হাজার ৯৬৩ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৭৬ শতাংশ। অ্যাকটিভ কেস ০.০৬ শতাংশ, অর্থাৎ মোট আক্রান্তের মাত্র ০.০৬ শতাংশ সক্রিয় করোনা রোগী। সংখ্যার হিসেবে যা ২৬,৫০৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২,৫৭, ৯৬৫। করোনায় মৃত্যুর হার ১.১৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। দেশজুড়ে সংক্রমণ ঠেকাতে গত ২৪ ঘণ্টায় ৫ লক্ষ ৬৯ হাজার ৭০৯ ডোজ টিকাকরণ হয়েছে। বিপদ এড়াতে জনতাকে করোনাবিধি মেনে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *