আগরতলা, ১৩ অক্টোবর (হি. স.) : উত্সবের মরশুম এখনো পুরো মাত্রায় সমাপ্ত হয়নি। আলোর উত্সব দীপাবলীর প্রস্তুতি গোটা ত্রিপুরায় শুরু হয়ে গেছে। এরই মধ্যে আবারও করোনার চোখ রাঙানি ভীতির সঞ্চার করেছে। অবশ্য, মানুষ এখন বেপরোয়া হয়ে গেছেন। কিন্তু, করোনার ভয়াবহতা এত সহজে ভুলে যাওয়া উচিত হবে বলে মনে হচ্ছে না।
প্রায় প্রতিদিন করোনা আক্রান্তের সন্ধান ত্রিপুরায় পাওয়া যাচ্ছে। তবে, গত ৪৮ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষায় বৃদ্ধির জেরে সংক্রমিতের খোঁজও অনেক বেশি মিলেছে। গত ৪৮ ঘণ্টায় ৪৪ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। ফলে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫৭। সুস্থ এবং মৃত্যুর কোন খবর নেই। এদিকে, জেলাভিত্তিক দৈনিক সংক্রমণে গোমতী জেলা সকলকে পিছনে ফেলে এগিয়ে গেছে।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ৪৮ ঘণ্টায় আরটি-পিসিআরে ৮৯২ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৮২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১১ এবং রেপিড অ্যান্টিজেনে ৩৩ জন মোট ৪৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। তাতে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১.৬২ শতাংশ। গত ৪৮ ঘণ্টায় ১ জন সুস্থ হয়েছেন।
ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫৭ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৭৮৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৬৮০০ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.১৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৯.০২ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৮ জন, খোয়াই জেলায় ১ জন, গোমতী জেলায় ১২ জন এবং ঊনকোটি জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি চার জেলায় গত ২৪ ঘণ্টায় কেউ করোনা আক্রান্ত হননি।

