২৪ ঘন্টার মধ্যে ১৫ কেজি সোনা এবং ২২ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা বাজেয়াপ্ত মুম্বই বিমানবন্দরে

মুম্বই, ১৩ অক্টোবর (হি.স.) : মুম্বই বিমানবন্দরে কাস্টমসের একটি দল ২৪ ঘন্টার মধ্যে ১৫ কেজি সোনা এবং ২২ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা বাজোয়াপ্ত করেছে। এ ঘটনায় সাত যাত্রীকে আটক করেছে কেন্দ্রীয় শুল্ক বিভাগ। এনিয়ে দফতর তদন্ত শুরু করেছে।

গত ১১ ও ১২ অক্টোবর মুম্বই বিমানবন্দরে কাস্টমস দল একটি বিশেষ অভিযানের অধীনে নজরদারি রেখেছিল। এদিকে, এমিরেটস ফ্লাইট ইকে-৫০০-এ দুবাই থেকে মুম্বাই আসা একজন ভারতীয় নাগরিকের তল্লাশির সময় ৫.২০ কোটি টাকার ৯.৯ কেজি সোনা পাওয়া গেছে। বিশেষভাবে ডিজাইন করা চেস্ট বেল্টের নয়টি পকেটে লুকিয়ে আনা হয়েছিল এই সোনা। ধৃত যাত্রী কাস্টমস টিমকে জানায়, দুবাইয়ের দুই সুদানী নাগরিক তার কাছে সোনা তুলে দিয়েছে। এরপর তাদের দুজনকেও ধরে ফেলে কাস্টমসের দল। মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত তিনজনকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।