আজ ইকো পার্কে রাজ্যের বিজয়া সম্মিলনী, শিল্পপতি-বিদ্বজনদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১২ অক্টোবর (হি.স.) : আজ ইকো পার্কে রাজ্যের বিজয়া সম্মিলনী। সেখানে শিল্পপতি, বিদ্বজন, ক্রীড়ামহল, টলিউড ও সমাজের বিভিন্ন শ্রেণির আমন্ত্রিতদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আগামীকাল বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দলের বিজয়া সম্মিলনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক তথা মুখ‌্যমন্ত্রী।ইউনেস্কোর বিচারে ‘ইনট‌্যানজিবল হেরিটেজ’ হয়েছে কলকাতার দুর্গাপুজো। স্বীকৃতির উদযাপনে রেড রোডে বিশেষ অনুষ্ঠান হয়েছে। পুজোয় রেকর্ড গড়েছে বিদেশি পর্যটকদের ভিড়।

আজ ইকো পার্কের মিষ্টিকা ব‌্যাঙ্কোয়েটে বিশিষ্টদের মুখোমুখি হচ্ছেন মুখ‌্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা-সহ সব দফতরের সচিব। আমন্ত্রণ জানানো হয়েছে সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জয় বুধিয়ার মতো রাজ্যের প্রথম সারির সব শিল্পপতি, বিদ্বজ্জন ও সংস্কৃতি জগতের বিশিষ্টদের। অতিথি তালিকায় রয়েছেন সংবাদমাধ্যমের শীর্ষকর্তারাও। দুর্গাপুজোর পর প্রতিবছরই মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিজয়া সম্মিলনী করা হয়। ইতিমধ্যে জেলায় জেলায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হচ্ছে। চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *