দুই দিনের ত্রিপুরা সফরে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিমানবন্দরে জানানো হয়েছে উষ্ণ অভ্যর্থনা

– করলেন জুডিশিয়াল একাডেমির উদ্বোধন এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটির ভিত্তি প্রস্তর স্থাপন ও চা শ্রমিকদের সাথে মত বিনিময়

আগরতলা, ১২ অক্টোবর (হি. স.) : দুইদিনের ত্রিপুরা সফরে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগরতলায় এমবিবি বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। বিমান বন্দর থেকে বেরিয়ে তিনি স্টেট জুডিশিয়াল একাডেমির উদ্বোধন এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। এরপর তিনি দুর্গাবাড়ি চা বাগানে গিয়ে চা শ্রমিকদের সাথে মত বিনিময় করেছেন।

আজ বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য, মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, মুখ্য সচিব এবং ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক। বিমান বন্দরে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। প্যারেড কমান্ডার ছিলেন ঊনকোটি জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গির। গার্ড অফ অনার দিতে ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলসের মহিলা কনস্টেবল উপস্থিত ছিলেন।

বিমান বন্দর থেকে বেরিয়ে রাষ্ট্রপতি সোজা চলে যান নরসিংগড় স্থিত জুডিশিয়াল একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে। ত্রিপুরা হাই প্রধান বিচারপতি এবং বিচারপতিরা ও মুখ্যমন্ত্রী এবং আইন মন্ত্রী সেখানে তাঁকে অভ্যর্থনা জানান। এদিন রাষ্ট্রপতি ত্রিপুরা স্টেট জুডিশিয়াল একাডেমির উদ্বোধন এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

ওই অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি চলে যান বামুটিয়া স্থিত দুর্গাবাড়ি চা বাগানে। সেখানে তিনি ২০ জন মহিলা চা শ্রমিকদের সাথে মত বিনিময় করেন। সরকারি সুযোগ-সুবিধা কিভাবে পাচ্ছেন, সে বিষয়ে খোজ খবর নিয়েছেন। মূলত, ত্রিপুরা সরকারের ‘মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প’ ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনায় তাঁরা সুযোগ-সুবিধা পেয়ে কতটা খুশি সেই বিষয়ে তিনি অবহিত হয়েছেন। মত বিনিময় শেষে রাষ্ট্রপতি সকলের সাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন এবং অনুষ্ঠানে নৃত্য প্রদর্শনকারী শিল্পীদের সাথে কথা বলেছেন। তাঁদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জেনে রাষ্ট্রপতি ভীষণ খুশি হয়েছেন। এদিন চা শ্রমিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণধন দাস, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারমেন সন্তোষ সাহা।

রাষ্ট্রপতি সেখান থেকে বেরিয়ে সোজা রাজ ভবনে চলে গেছেন। দুপুর সাড়ে তিনটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভার্চুয়াল অনুষ্ঠানে ক্যাপিট্যাল কমপ্লেক্স স্থিত নব নির্মিত বিধায়ক আবাসনের উদ্বোধন এবং সাতটি প্রকল্পের শিলান্যাস করবেন। সন্ধ্যায় তিনি আগরতলা পুর নিগমের উদ্যোগে আয়োজিত নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *