ত্রিপুরা-১৪৬/৪
মেঘালয়- ৪৩/২
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর।। জয় অব্যহত রাখলো ত্রিপুরা। টানা দুই ম্যাচে জয়লাভ করে লিগ টেবিলে আপাতত শীর্ষে রয়েছেন অন্নপূর্ণা-রা। বুধবার ভি জে ডি ম্যাথডে ত্রিপুরা ১৪ রানে পরাজিত করে মেঘালয়কে। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ১৪৬ রানের জবাবে মেঘালয় ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৩ রান করে। তারপরই শুরু হয় বৃষ্টি। শেষে ভি জে ডি ম্যাথডে ত্রিপুরা জয়লাভ করে ১৪ রানে। আসরে ২ ম্যাচ কেলে ত্রিপুরার পয়েন্ট ৮। ১৪ অক্টোবর ত্রিপুরা চতুর্থ ম্যাচ খেলবে উত্তর প্রদেশের বিরুদ্ধে। বুধবার সকালে মেঘালয়ের অধিনায়িকা টসে জয়লাভ করে ত্রিপুরাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। ত্রিপুরার শুরুটা ভালো হয়নি। আসরের প্রথম ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে সফল ইন্দ্র রাণী জমাতিয়া (৪) ব্যর্থ হয়েছেন। এরপর ওপেনার ঝুমকি দেবনাথের সঙ্গে রুখে দাড়ান মৌটুসী দে। ওই জুটি ঠান্ডা মাথায় দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দ্বিতীয় উইকেটে ওই জুটি যোগ করেন ৫৯ রান। ঝুমকি ২৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। তৃতীয় উইকেটে মৌটুসীর সঙ্গে রুখে দাড়ান সহ অধিনায়িকা ঋজু সাহা। দুজনই দ্রুত রান তোলার দিকে নজর দেন। তৃতীয় উইকেটে দুজন যোগ করেন ৪৫ রান। ইতিমধ্যে দুরন্ত অর্ধশতরান করেন মৌটুসী। আউট হওয়ার আগে মৌটুসী ৪১ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫২ এবং ঋজু ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করেন। শেষ দিকে পি ভি সুধারাণী ১২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান করে। জবাবে খেলতে নেমে মেঘালয় ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৩ রান করে। এরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। মেঘালয়ের পক্ষে অনিতা লোধি ১০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ (অপ:) এবং ভামসি চৌধুরি ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। ত্রিপুরা ভি জে ডি ম্যাথডে জয়লাভ করে ১৪ রানে।

