করিমগঞ্জ পুরসভাকে ‘স্বচ্ছ সিটি অ্যাওয়াৰ্ড’

করিমগঞ্জ (অসম), ১২ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ পুরসভায় দ্বিতীয়বারের মতো আজাদি কা অমৃত মহাউৎসব উপলক্ষ্যে স্বচ্ছতার উপহার ‘স্বচ্ছ সিটি অ্যাওয়াৰ্ড’ এসেছে। মূলত স্বচ্ছ ভারত অভিযানের উপর কেন্দ্রীয় সরকার কৰ্তৃক করিমগঞ্জ পুরসভাকে এই ‘স্বচ্ছ সিটি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি সংবলিত স্বচ্ছ ভারতের উপহার পেয়েছে করিমগঞ্জ পুরসভা। যদিও এর আগে করিমগঞ্জ পুরসভা এই পুরস্কার পেয়েছিল, তবু বিজেপি পরিচালিত করিমগঞ্জ পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর প্রথম বারের মতো কেন্দ্রীয় সরকার কৰ্তৃক এই উপহার পেয়ে খুশি পুরপতি রবীন্দ্রচন্দ্ৰ দেব।

স্বচ্ছ ভারতের এই উপহার সামনে রেখে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন করিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব। এ প্রসঙ্গে কথা বলার সময় পুরপতির সঙ্গে ছিলেন পুরসভার সরকারি আধিকারিক এডিসি বিক্রম চাষা সহ অন্যরা।