ডিমা হাসাও জেলার জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা ২৮ অক্টোবর থেকে, খেলবে মোট ১৯টি দল

হাফলং (অসম), ১২ অক্টোবর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের সবচেয়ে জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ২৮ অক্টোবর থেকে। ডিমা হাসাও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবার ১৮-তম সিইএমস্ কাপ ফুটবল প্রতিযোগিতায় জেলার মোট ১৯টি দল অংশগ্রহণ করবে।

হাফলঙে এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে ২৮ অক্টোবর সিইএমস্ কাপের প্রথম ম্যাচে জেমি ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে নতুন লেইকুল স্পোর্টিং ক্লাব। সিইএমস কাপের প্রতিটি ম্যাচ হবে সন্ধ্যায় ফ্লাড লাইটে। সিইএমস কাপে চ্যাম্পিয়ন দল পুরস্কার মূল্য হিসেবে পাবে পাঁচ লক্ষ টাকা ও ট্রফি, রানার্স-আপ দল পাবে নগদ তিন লক্ষ টাকা।

সিইএমস কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। ১৮-তম সিইএমস কাপে অংশগ্রহণকারী দলগুলি যথাক্রমে ওয়ারিওর ওয়ামেজিং, জেমি ইউনাইটেড আসাম, নতুন লেইকুল স্পোর্টিং ক্লাব, হুংভেং স্পোর্টিং ক্লাব, ডিমালিক রাজি স্পোর্টিং ক্লাব, পঞ্চম আসাম পুলিশ ব্যাটালিয়ন, ওয়ারিওর ওয়াসলাই স্পোর্টিং ক্লাব, এভারগ্রিন স্পোর্টিং ক্লাব, ডিমা ইউনাইটেড, ডিমা ইউনাইটেড রিজার্ভ, ব্লু হিলস স্পোর্টিং ক্লাব, নিয়ানগ্লো এফসি, পি লেইকুল স্পোর্টিং ক্লাব, সেঙ্গিয়া শম্ভুধন স্পোর্টিং ক্লাব, হেভেন ব্লু অ্যাথলেটিক ক্লাব, কুকিস্থান স্পোর্টিং ক্লাব, গোর্খা ওয়াই সি এবং হারাঙ্গাজাও ইউনাইটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *