বাজারিছড়া (অসম), ১২ অক্টোবর (হি.স.) : লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর গার্হস্থ্য (ডমেস্টিক) রন্ধন গ্যামস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রক্ষা পেলেন করিমগঞ্জ জেলার লোয়াইরপোয়া ব্লকের অন্তর্গত কাঁঠালতলির এক বাড়ির সদস্যরা। কেবল ওই বাড়িই নয়, বরাত জোরে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকেও রক্ষা পেয়ছে বৃহত্তর এলাকা।
জানা গেছে, মঙ্গলবার রাতে অসম-ত্রিপুরা সীমান্তবর্তী পাথারকান্দি বিধানসভা এলাকার কাঁঠালতলির বাঘন গ্রামের বাসিন্দা শিক্ষক আব্দুল সালামের মেয়ে চা তৈরি করতে রান্নাঘরে প্রবেশ করে গ্যাস সিলিন্ডারের রেগুলেটরের সুইচ অন করতেই তীব্র গতিতে গ্যাস নির্গত হতে থাকে। তা দেখে তিনি হল্লা-চিৎকার করলে বাড়ির লোকজন রান্নাঘরে ছুটে যান। শিক্ষক আব্দুল সালামের ছেলে সাহস করে একটি ভেজা কম্বল দিয়ে সিলিন্ডারটিকে মোড়ে বাড়ির বাইরে ফেলে দেন।
সে সময় বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। পাশাপাশি গ্রামের জনগণ জড়ো হয়ে সিলিন্ডারে জল ঢালতে থাকেন। ফলে কিছুক্ষণ পর সিলিন্ডারের সব গ্যাস নির্গত হয়ে গেলে স্বস্তির নিঃশ্বাস নেন বাড়ির লোকজন সহ গ্রামবাসীরা।