লখনউ, ১১ অক্টোবর (হি.স.) : বিভিন্ন জায়গা থেকে ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা এবং এর সহযোগী জামাত-উল-মুজাহিদিনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আট সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস)।
উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে উত্তরপ্রদেশের অতিরিক্ত মহাপরিচালক (আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার এক বিবৃতিতে জানিয়েছেন।
ধৃত সন্দেহভাজনরা হল লুকমান, মুখতারের মহম্মদ আলিম, কামিল। সকলেই সাহারানপুর জেলার বাসিন্দা। এছাড়া শামলি জেলার ঝিনঝানার শাহজাদ এবং হরিদ্বারের (উত্তরাখণ্ড) মুদাসির। বিবৃতিতে বলা হয়েছে, আলি নূর নামে এক বাংলাদেশি নাগরিক এবং ঝাড়খণ্ডের নওয়াজিশ আনসারিকেও গ্রেফতার করা হয়েছে।