ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। শেষ হলো জাতীয় অনূর্ধ্ব-৭ দাবা প্রতিযোগিতা। গুজরাটের সাইট সিটিতে মঙ্গলবার শেষ হয় ১১ করাউন্ডের আসর। তাতে ১১ রাউন্ডে পুরো ১১ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তামিলনাড়ুর শারভানিকা এ জে (১০২৯)। ৯ পয়েন্ট পেয়ে আসরে দ্বিতীয় স্থান দখল করে কেরলের ডি ভি বিজেশ। আসরে ত্রিপুরা থেকে একমাত্র অংশ নিয়েছিলো মেট্রিক্স চেস আকাদেমির শ্রেয়ভী কর। এদিন শেষ রাউন্ডে শ্রেয়ভী পরাজিত করে গুজরাটের দাবাড়ু অনিকা কাদেরকে। ১১ রাউন্ডে শ্রেয়ভীর পয়েন্ট ৪। দখল করে ৮৪ তম স্থান। ১১৫ জন দাবাড়ুর মধ্যে।
2022-10-11