উজ্জয়িনী, ১১ অক্টোবর (হি.স.) : আজ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে নবনির্মিত মহাকাল লোকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিন সমগ্র রাজ্যে দীপাবলির মতো আলোর উৎসব শুরু হয়ে যাবে। পাশাপাশি একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। দেশের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে, উজ্জয়িনের মহাকাল মন্দির তার মধ্যে একটি। মধ্যপ্রদেশের এই শিব মন্দিরটি দক্ষিণমুখী, যা এই ধর্মীয় স্থানটিকে আলাদা পরিচয় দেয়। সারা দেশ থেকে ভক্তরা ভগবান শিবকে প্রণাম জানাতে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে যান। মঙ্গলবার মধ্যপ্রদেশের ৫২টি জেলার, সমস্ত প্রধান মন্দির এবং ধর্মীয় স্থানগুলিতে আকর্ষণীয় সজ্জা-সহ মাটির প্রদীপ প্রজ্বলন করা হবে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও সাধারণ মানুষকে ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর আবেদন জানিয়েছেন।
মহাকাল লোকের উদ্বোধনের অনুষ্ঠানটি রাজ্য জুড়ে সরাসরি সম্প্রচার করা হবে। মহাকাল লোক চালু হলে ধর্মীয় পর্যটনের মাধ্যমে এই এলাকায় কর্মসংস্থানের সুযোগও বাড়বে। উজ্জয়িনী মান্ডু, ওমকারেশ্বর এবং মন্দসৌরের বিখ্যাত পশুপতিনাথ মন্দির দ্বারা বেষ্টিত। ফলে এই ধর্মীয় করিডোরের মাধ্যমে সমগ্র মালওয়া অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।