অভিনেতা অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার মেগাস্টার অমিতাভ বচ্চনকে তাঁর ৮০ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মোদী বলেন “তিনি ভারতের অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মুগ্ধ করেছেন এবং বিনোদন দিয়েছেন। তিনি যেন দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করেন।”
এমনকি ৮০ বছর বয়সেও বচ্চন সবচেয়ে ব্যস্ত অভিনেতাদের একজন কারণ হিন্দি চলচ্চিত্র শিল্পে তার চাহিদা রয়েছে এবং বছরের পর বছর অত্যন্ত সফল টিভি সিরিজ ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর সঞ্চলনা করেছেন।