দেড় কুইন্টাল চন্দন কাঠের চিতায় জ্বলে উঠবে মুলায়মের নশ্বর দেহ

এটাওয়া, ১১ অক্টোবর (হি.স.) : দেড় কুইন্টাল চন্দন কাঠের চিতায় হবে মুলায়ম সিং যাদবের অন্তিম সংস্কার। কনৌজের ফুলে সাজিয়ে রাখা হয়েছে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার নশ্বর দেহ। মঙ্গলবার দুপুরে নিজের গ্রামেই শেষকৃত্য সম্পন্ন হবে দেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মুলায়ম সিং যাদবের।

রাত থেকেই তাঁর গ্রাম সাইফাইয়ে হাজার হাজার মানুষ এসে অপেক্ষা করছন নেতাজিকে শেষ দেখা দেখার জন্য। সকালেই বাড়ির ভিতর থেকে তাঁর মরদেহ বাইরে একটি বিশাল ট্রাকের উপর মঞ্চ সাজিয়ে রাখা হয়েছে। ফুলে ফুলে ঢাকা সেই মরদেহকে ঘিরে রয়েছেন তাঁর পুত্র অখিলেশ যাদব সহ পরিবারের অন্য সদস্যরা।
বৃষ্টি উপেক্ষা করে জনতা ঠায় দাঁড়িয়ে রয়েছে তাঁর মরদেহে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। দেশের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বরা এদিন তাঁর শেষকৃত্যে উপস্থিত থাকবেন। পুলিশ-প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুপুর ৩টে নাগাদ তাঁর অন্তিম সৎকার হবে। তার আগে সাইফাই মেলা ময়দানে তাঁর মরদেহ অনুগামীদের জন্য শায়িত থাকবে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা, বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, এনসিপি প্রধান শরদ পাওয়ার, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, বিশিষ্ট প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *