ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। জয় পেলো হোস্টেল -২। পরাজিত করলো আমলককে। কিল্লায় অনুষ্ঠিত ৯-এ- সাইড প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। ডিমাকোচি স্টেডিয়ামে মঙ্গলবার শুরু থেকেই হোস্টেলের ফুটবলাররা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন। বল দখলের লড়াইয়েও অনেকটা এগিয়ে ছিলো। বিজয়ী দলের পক্ষে বাবুলোক জমাতিয়া এবং নিজরেখর জমাতিয়া গোল করেন। শেষ পর্যন্ত ২-০ গোলে জয়লাভ করে হোস্টেল -২ দল। খেলা পরিচালনা করেন রেফারি বালক সাধন জমাতিয়া।
2022-10-11