নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.) : জঙ্গি কার্যকলাপে অর্থ সরবরাহ মামলায় প্রয়াত সৈয়দ আলি গিলানির জামাতা আলতাফ আহমেদ শাহ মঙ্গলবার দিল্লির এইমস হাসপাতালে মারা গেলেন। তাঁর মেয়ে রুওয়া শাহ টুইট করে এখবর জানিয়েছে। লিখেছেন, “আবু এইমস-এ একজন বন্দি হিসেবে নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।”
উল্লেখ্য, দিল্লি হাইকোর্টের নির্দেশে শাহ এইমস-এ চিকিৎসাধীন ছিলেন। ক্যান্সার ধরা পড়ার পর যথাযথ চিকিৎসার জন্য তাকে দিল্লির এইমস-এ স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছিল আদালত। এর আগে, মহম্মদ আলতাফ শাহের মেয়ে তার অসুস্থ বাবার জন্য অবিলম্বে চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন। আলতাফ শাহ বর্তমানে তিহার জেলে বন্দি ছিলেন।
শ্রীনগরের সৌরা এলাকার বাসিন্দা শাহকে ২৫জুলাই,২০১৭-এ গ্রেফতার করে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। একটি জঙ্গি সংগঠনকে অর্থায়নের মামলায় তিনি অভিযুক্ত। দিল্লি হাইকোর্ট তার ক্যান্সার ধরা পড়ার পরে যথাযথ চিকিৎসার জন্য তাকে দিল্লির এইমস-এ স্থানান্তরের নির্দেশ দেয়।