নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ ভারতীয় জনতা পার্টি ৯ বনমালীপুর মন্ডলের অন্তর্গত ৩১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মঙ্গলবার গরিব দুঃস্থ মহিলা ও পুরুষদের মধ্যে শাড়ি ও ধুতি বিতরণ করা হয় ৷ উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ডল প্রেসিডেন্ট দীপক কর, কর্পোরেটার অঞ্জনা দাস সহ অন্যান্যরা৷ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই গরীব অংশের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়েছে৷ তা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে৷ বিজেপি দল ক্ষমতার জন্য রাজনীতি করে না৷ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করার জন্য রাজনীতি করে৷ তারই অঙ্গ হিসাবে এই উদ্যোগ গ্রহণ বলে জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷
2022-10-11