খোয়াইয়ের একটি অতিথি নিবাসে টিএসআর জওয়ানের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷খোয়াইয়ে একটি অতিথি নিবাসে জনৈক টি এস আর জওয়ানের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ ঘটনা সোমবার বিকেলে খোয়াই শহরের টি কে ডি কে রোডের পুর পরিষদ পরিচালিত স্বপনপুরী অতিথি নিবাসে৷ এস বাবু নামে টি এস আর ষষ্ঠ বাহিনীর কর্মরত এক জওয়ানের মৃতদেহ অতিথি নিবাসের একটি রুমে উদ্ধার হয়৷ তামিলনাড়ুর বাড়ী থেকে শারদোৎসবের ছুটি কাটিয়ে তিনি রবিবার খোয়াই আসেন৷ রাত্রিযাপন করেন শহরের স্বপনপুরী অতিথি নিবাসে৷ সোমবার রামচন্দ্রঘাটে টি এস আর ষষ্ঠ বাহিনীর সদর দপ্তরের কর্মস্থলে যোগ দেওয়ার কথা৷ কিন্তু এদিন বিকেলেই অতিথি নিবাসে তার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়৷ পুলিশ আসে৷ খবর পাঠানো হয় টি এস আর ষষ্ঠ বাহিনীর সদর দপ্তর রামচন্দ্রঘাটেও৷ মৃত্যুর কারণ এখনো রহস্যাবৃত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *