৮০- তে পা বিগ বি অমিতাভ বচ্চন–র

কলকাতা,১১ অক্টোবর (হি. স.): দেখতে দেখতে ৮০ টা বসন্ত পার বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনর। বি – টাউনের একাধিক ছবির হিরোই সে। ৮০ বছর বয়সেও অভিনয় চলিয়ে যাচ্ছেন তিনি। এরই মাঝে মঙ্গলবার দেশ জুড়ে পালিত হচ্ছে বিগ বির ৮০ তম জন্মদিন।

বলিউডের শাহেনশাহর ব্যারিটন আওয়াজকে আজও টেক্কা দিতে পারেনি কেউই । অভিনয় থেকে অভিব্যক্তি নিজের ক্যারিশমায় ভারতীয় সিনেমায় অমিতাভ প্রতিষ্ঠা করেছেন ‘বচ্চন যুগ’ । ৮০ বছরে পা দিলেও তাকে দেখে বোঝার জো নেই ।
নিন্দুকদের ‘বুডঢা হোগা তেরা বাপ’ বলে এখনও ম্যাজিক ছড়াচ্ছেন সে । যদিও তার কেরিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না।

কলকাতা শহরে পা দিয়ে ছোটোখাটো চাকরি । এরপর নিজের রাশভারী আওয়াজকে কাজে লাগিয়ে চেষ্টা করে রেডিওতেও । কিন্তু অতিরিক্ত ভারী আওয়াজ হওয়ার কারণে বেতারে কাজ জোটেনি তার । এরপরেই পরিচালক মৃণাল সেনের নজরে পড়েন অমিতাভ । তাঁর ছবি ‘ভুবন সোমে’ । সেই থেকেই সিনেমায় সূত্রধর হওয়া শুরু । এরপর ‘দিওয়ার’, ‘জঞ্জির’ থেকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ‘অ্যাংরি ইয়ংম্যান’ হয়ে ওঠে সে ।