কলকাতা,৯ অক্টোবর (হি. স.): শহর ব্যস্ত ধনদেবীর আরাধনায় । কিন্তু অপরদিকে ঝড়, রোদ, জলবৃষ্টি পুজো সব উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত চাকরিপ্রার্থীদের । চোখে জল নিয়ে লক্ষ্মী পুজোর দিনও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ অব্যাহত ।
গত কয়েক মাস ধরেই গান্ধী মূর্তির পাদদেশে ধরনা চলছে উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের । পুজোর সময়েও তাদের দাবি নিয়ে বিক্ষোভ সামিল ছিল তারা । বাদ যায়নি রবিবারও । করির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন । দুর্গাপুজোতে বাড়ি না গিয়ে আন্দোলন চালিয়ে গিয়েছেন । এবার লক্ষ্মী পুজো। চাকরির আশায় আজ কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজো করবেন চাকরিপ্রার্থীরা। প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে লক্ষ্মীপুজোর আয়োজন করেছেন। গ্রুপ ডি গ্রুপ সি চাকরিপ্রার্থীদের মঞ্চে কবিগান হবে। অন্যদিকে, উচ্চ প্রাথমিকের প্রার্থীরা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে প্রতীকী লক্ষ্মী বানিয়ে বিক্ষোভ করেন।

