Death:সদ্যোজাতর মৃত্যুতে গাফিলতির অভিযোগ, নার্সিংহোমে ভাঙচুর

কলকাতা, ৯ অক্টোবর (হি. স.): রবিবার সকাল থেকেই উত্তপ্ত ঠাকুর পুকুর। সদ্যজাতর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ।

অভিযোগ উঠেছে, ঠাকুরপুকুরের এক নার্সিংহোমে ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা সুপর্ণা দত্ত কস্তুরি নার্সিংহোমে ভর্তি হন। সেখানেই সে পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু পরিবারের অভিযোগ, জন্মের পর সুস্থই ছিল সদ্যোজাত । যদিও এরপরেই আচমকা সদ্যোজাতর শারীরিক অবস্থার অবনতি হয় । এরপরেই মৃত্যু হয় সদ্যোজাতর । এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে সদ্যজাতর পরিবারের সদস্যরা ।
অভিযোগ জানানো হয় থানায়। থানায় অভিযোগ জানানো হলে থনার তরফে আসলে হাসপাতাল ভাঙচুর চালায় মৃতের আত্মীয়রা । নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় গাফিলতির অভিযোগ দায়ের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *