Malda:মালদায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলকর্মীদের ঘেরাও করে বিক্ষোভ

মালদা, ৯ অক্টোবর (হি.স.): গোয়াল ঘরে ধোঁয়া দেওয়ার ফুলকি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ গোয়াল ঘর ও রান্নাঘর ভস্মীভূত হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন গ্রামবাসীরা ৷ এদিকে ঘটনাস্থলে পৌঁছতে দেরি হওয়ায় এলাকায় ঢুকতে বাধা পান দলকর্মীরা ৷ তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা । ঘটনাকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিনগর গ্রামে   ৷
জানা গিয়েছে, শনিবার রাত ৮টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিনগর গ্রামে সাদ্দাম হোসেনের বাড়ির গোয়াল ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে নেমে পড়েন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় দমকলে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি গোয়াল ঘর, রান্নাঘর সহ অন্যান্য জিনিসপত্র। আগুন নেভাতে গিয়ে জখম হন কৌসর আলি নামে এক বাসিন্দা। যদিও স্থানীয়দের চেষ্টায় বড়সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাটি।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্রামে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ৷  তবে দমকল ইঞ্জিন দেরিতে পৌঁছোনোয় ক্ষোভ ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দমকল ইঞ্জিন আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা স্বপন আলি বলেন, “আলিনগর গ্রামের প্রায় প্রতিটি মানুষ বাড়িতে গবাদি পশু রাখেন ৷ সন্ধ্য়ায় মশা তাড়ানোর জন্য এলাকার মানুষ যে ধোঁয়া দেন, তা থেকে গোয়াল ঘরে আগুন লাগে ৷ সঙ্গে সঙ্গে আমি নিজে দমকলে খবর দিই ৷ গ্রামবাসীরা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ৷ কিন্তু তখনও দমকলের গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয়নি ৷ ঘটনাস্থল থেকে মাত্র এক-দেড় কিলোমিটারের মধ্যে দমকলকেন্দ্র ৷ যেখানে পাঁচ মিনিটে দমকলে এসে পৌঁছনোর কথা সেখানে একঘণ্টা পরেও দমকল এসে পৌঁছয়নি ৷ এখানকার রাস্তা যথেষ্ট চওড়া তবুও দলকল এসে পৌঁছয়নি ৷ এই রাস্তা দিয়ে বহু বড় গাড়ি যাতায়াত করে তাদের গাড়ি তারে বাধা পায় না ৷ তবে দলকমকর্মীদের গাড়ি তারে বাধা পায় কীভাবে? আমরা খবর পেয়েছি আলিনগরের বদলে ওদের গাড়ি আলিগড়ে চলে গিয়েছিল ৷ দমকলের অবহেলার কারণে আমাদের এই বিক্ষোভ ৷”
দমকলকর্মী ধীরেন মহালদার বলেন, “খবর পাওয়ার পরেই আমরা ঘটনাস্থলের দিকে রওয়ানা দিই ৷ গ্রামবাসীরা আমাদের রাস্তাও বলে দেন ৷ কিন্তু রাস্তার উপরে ইলেকট্রিকের তার থাকায় প্রতিটি তার উঁচু করে আমাদের আসতে হয়েছে ৷ সেই কারণে ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়েছে ৷ ছোটোগাড়ি খারাপ হয়ে থাকায় সেই গাড়ি নিয়ে আসা যায়নি ৷ আগুন নিয়ন্ত্রণে আনার জন্যই আমরা এসেছি ৷ কিন্তু গ্রামবাসীরা আমাদের এলাকায় ঢুকতে দেননি ৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *